‘দেশে আইএস আছে কিনা সরকারকে স্পষ্ট করতে হবে’

0

সিটিনিউজবিডি : ‘বিভিন্ন ঘটনার পর আইএস ইস্যুটি বরাবরই উঠে আসছে। এটা নিয়ে জনগণের মধ্যে ধোঁয়াশা বিরাজ করছে। দেশে আইএস আছে কি না, বিষয়টি সরকারকে স্পষ্ট করতে হবে।’

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে কৃষক দল আয়োজিত আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা আছে। তাই দেশে আইএস আছে কি না, বিষয়টি সরকারকে স্পষ্ট করতে হবে। আর সেটি স্পষ্ট করার দায়িত্বও সরকারের।’

দেশে আন্তর্জাতিক ও আঞ্চলিক ষড়যন্ত্র হচ্ছে, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে নোমান বলেন, ‘আন্তর্জাতিক ও আঞ্চলিক ষড়যন্ত্র যদি হয়েই থাকে, তাহলে বাংলাদেশের মাটিতে সব রাজনৈতিক দল নিয়ে আমরা (বিএনপি) সেই ষড়যন্ত্র প্রতিহত করব।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা ব্যক্তি ও দলের চেয়ে জনগণকে বড় মনে করি। কাজেই দেশের জনগণের স্বার্থ যেখানে প্রাধান্য পাবে, আমরা সে বিষয় নিয়ে কাজ করতে চাই। দৃঢ়তার সঙ্গে বলতে চাই, আমাদের দলকে ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য নয়, আমরা চাই জাতীয় ঐক্য ও জাতীয় সংলাপ।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ‍ইশতিয়াক আজিজ উলফাত প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.