ভারতের বাজারে আবারও ম্যাগি

0

আন্তর্জাতিক ডেস্ক : ৫ মাস নিষিদ্ধ থাকার পর আবারও ভারতীয় বাজারে এসেছে ম্যাগি নুডলস। নুডলসটির প্রস্তুতকারক নেসলে ইন্ডিয়ার পক্ষ থেকে টুইট বার্তার মাধ্যমে এ কথা জানানো হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

নেসলে ইন্ডিয়ার পক্ষ থেকে টুইট বার্তায় বলা হয়েছে, ‘আপনাদের প্রিয় ম্যাগি নুডলস আবারও ফিরে এসেছে। ভোক্তাদের কাছে ম্যাগি নুডলস তুলে দিতে পেরে আমরা আনন্দিত।’

দীপাবলী উৎসবের আগে ভোক্তাদের হাতে ম্যাগি নুডলস তুলে দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেসলে ইন্ডিার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সুরেশ নারায়নন।

এর আগে ম্যাগি নুডলসে মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান পাওয়ায় তা নিষিদ্ধ করে ভারতের চারটি প্রদেশ। এরই পরিপ্রেক্ষিতে দেশজুড়ে ম্যাগি নুডলস বিক্রি বন্ধ রাখে নেসলে ইন্ডিয়া।

সুইস খাদ্য বিপননকারী প্রতিষ্ঠান নেসলে সম্প্রতি ম্যাগি নুডলসের বিপননের জন্য অনলাইন মার্কেটপ্লেস স্ন্যাপডিলের সঙ্গে চুক্তি করেছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.