কিং খানকে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ

0

বিনোদন ডেস্ক : ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (ফেমা) লঙ্ঘন করার অভিযোগে বলিউড কিং খ্যাত অভিনেতা শাহরুখ খানের বিরুদ্ধে আগেই সমন জারি করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এবার সেই ঘটনায় তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে তার জবানবন্দি গ্রহণ করে ইডি।

এ বিষয়ে ইডির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘আমরা গত ১০ নভেম্বর মঙ্গলবার ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (ফেমা) লঙ্ঘন করার অভিযোগে শাহরুখের জবানবন্দি গ্রহণ করেছি।’ শাহরুখ খান এবং কলকাতা নাইট রাইডার্সের অন্য দুই অংশীদার বলিউড অভিনেত্রী জুহি চাওলা এবং তার স্বামী জয় মেহেতার বিরুদ্ধে ফেমা লঙ্ঘনের অভিযোগ তোলে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট )।

২০০৮ সালে শাহরুখের কেকেআর প্রায় আট থেকে নয় শতাংশ কম মূল্যে তাদের শেয়ার একটি বিদেশি কোম্পানির কাছে বিক্রি করেছিল। এমনটাই অভিযোগ তুলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । এর আগে শাহরুখ দিলওয়ালে সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকার কারণে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার জন্য বেশ কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন। এরপর গত মঙ্গলবার ইডির দপ্তরে হাজির হন কিং খান।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের মে মাসেও একবার সমন জারি করা হয়েছিল এ তারকার বিরুদ্ধে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.