সীতাকুণ্ডে দুই তেলের ডিপোকে ২ লক্ষ টাকা জরিমানা

0

কামরুল ইসলাম দুলু: সীতাকুণ্ডে অবৈধ কালো তেল বিক্রির দায়ে কালু শাহ্ ও সততা অয়েল নামে ২ টি ডিপোতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় অবৈধ কালো তেল বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠান মালিকে আটক ও পরবর্তী তাদের কাছ থেকে নগদ ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গত বুধবার দুপুর দেড়টায় উপজেলার ভাটিয়ারী রেল ষ্টেশন এলাকায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো.মাহবুব আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এই সময় উপস্থিত ছিলেন ভাটিয়ারী ভূমি উপ-সহকারি কর্মকর্তা রাজেশ ।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার ভাটিয়ারী এলাকায় প্রতিষ্ঠিত কালো তেলের ডিপোতে অভিযান চালায় মোঃ মাহবুব আলমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত। এ সময় অবৈধ কালো তেল বিক্রির অপরাধে কালুশাহ অয়েল এন্টাপ্রাইজের মালিক মো.এনাম ও সততা অয়েল এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ ফেরদৌসকে আটক করে ভ্রাম্যমান আদালত। আটক পরবর্তীতে অবৈধ তেল বিক্রি বন্ধের শর্ত সাপেক্ষে কালুশাহ অয়েল এন্টারপ্রাইজ মালিকের কাছ থেকে নগদ এক লক্ষ টাকা ও সততা অয়েল এন্টারপ্রাইজ মালিকের কাছ এক লক্ষ টাকা জরিমানা আদায় পরবর্তীতে তাদের ছেড়ে দেওয়া হয়।

নিবার্হী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম বলেন,“অবৈধ ব্যবসা বন্ধে ও অবৈধ স্থাপনা উচ্ছেদে চলমান ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।”

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.