সুস্থ হয়েই দেশে ফিরবেন দিতি

0

বিনোদন ডেস্ক :: চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস এ্যান্ড ট্রমাটোলজিতে (এমআইওটি) দ্বিতীয় দফায় অস্ত্রোপচারের পর সেখানেই আছেন জনপ্রিয় অভিনেত্রী দিতি। পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক হয়ে তবেই দেশে ফিরবেন তিনি। এমনটি জানিয়েছেন তার মেয়ে লামিয়া চৌধুরী।

তিনি শুক্রবার দুপুরে বলেন, ‘আম্মু এখন আগের চেয়ে অনেক ভালোর দিকে। হাঁটাচলা ও খাওয়াদাওয়া করতে পারছেন। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, পুরোপুরি সুস্থ হলে তবেই তাকে নিয়ে দেশে ফিরব। বাংলাদেশে আর মায়ের চিকিৎসা করানোর ইচ্ছা নেই। যতদিন প্রয়োজন হয় চেন্নাইয়ে তার চিকিৎসা করাব।’

লামিয়া আরও বলেন, ‘অপারেশনের কারণে আপাতত মাকে কেমো দেওয়া হচ্ছে না।’

প্রসঙ্গত, মস্তিষ্কে টিউমার ধরা পড়ায় ২৫ জুন চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস এ্যান্ড ট্রমাটোলজিতে (এমআইওটি) নেওয়া হয়েছিল দিতিকে। তার মস্তিষ্কে প্রথম অস্ত্রোপচার হয় ২৯ জুলাই। দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচারের জন্য ৩ নভেম্বর দুপুরে তাকে নিয়ে যাওয়া হয় একই হাসপাতালে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.