রুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

0

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১৫- ২০১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় রুয়েটের বিভিন্ন ভবনে ‘ক’ ও ‘খ’ গ্রুপের ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বেলা ১২টায়। এছাড়া ‘খ’ গ্রুপের আর্কিটেকচার বিভাগে ভর্তির জন্য মুক্তহস্ত অংকন পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় শনিবার দিনভর রুয়েট ক্যাম্পাস ছিলো উৎসবমুখর। ভর্তি পরীক্ষা চলাকালে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় রুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহা. রফিকুল আলম বেগ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

আগামী ২৫ নভেম্বর প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল রুয়েট প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। এছাড়া একই দিন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও (www.ruet.ac.bd) পাওয়া যাবে ফল।

২০১৫-১৬ শিক্ষাবর্ষে রুয়েটের ১২টি বিভাগে মোট ৮১৫ জন ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.