ফ্রান্সে জরুরি অবস্থা ঘোষণা

0

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসের বিভিন্ন স্থানে প্রায় একই সময়ে বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৫৩ জন নিহত হয়েছেন। প্যারিসের কমপক্ষে ছয়টি স্থানে পরিচালিত এসব হামলায় আরও কয়েকশ’ আহত হয়েছেন বলে জানা গেছে।

এ হামলাকে ‘নজিরবিহীন’ বলে মন্তব্য করে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। একইসঙ্গে ফ্রান্সের সঙ্গে অন্যান্য দেশের সীমান্ত বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি অন্তত দেড় হাজার সেনা মোতায়েন করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে প্যারিসের বাসিন্দাদের ঘরে অবস্থান করতে বলা হয়েছে।

নাম প্রকাশ না করে ওঁলাদ বলেছেন, ‘আবারও আমাদের ওপর ভয়াবহ হামলা হল। আমরা জানি, এরা কোথা থেকে এসেছে। আমরা জানি, কারা এই অপরাধী, আমরা জানি, কারা এই সন্ত্রাসী।’ তারা আমাদের ভয় দেখাতে চায়। কিন্তু আমরা সেই জাতি, যারা নিজেদের রক্ষা করতে জানে; জানে কীভাবে নিজেদেরে শক্তি কাজে লাগাতে হয়। সন্ত্রাসের বিরুদ্ধে আবারও আমাদের জয় হবে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.