প্যারিসের ভয়াবহ হামলা নিয়ে যা বললেন বলিউড তারকারা

0

বিনোদন ডেস্ক :: প্যারিসে ভয়াবহ হামলার ঘটনায় নিহত হয়েছে দেড় শতাধিক মানুষ। মানুষের প্রতি এ নিষ্ঠুর হামলায় শোকে-স্তব্ধ সারা দুনিয়া। বিশ্বের বিভিন্ন দেশ থেকে জানানো হয়েছে প্যারিসের প্রতি সমবেদনা। সাধারণ মানুষের মতো সেলেব্রিটিরাও জানিয়েছেন সমবেদনা। আইএসএর হামলার কড়া নিন্দায় মুখর হয়েছে বলিউড তারকারা।

অনেকে মনের কথা লিখে টুইটও করেছেন::

জাভেদ আখতার: আমার ডিকশনারি তে কোনও ভাষা এটা বর্ণনা করার। প্যারিস হামলায় নিহতদের জন্য আমার প্রার্থনা রইল।

প্রিয়াঙ্কা চোপড়া: প্যারিসে যে ঘটনা ঘটল সেই সম্পর্কে কিছু বলার ভাষা আমার নেই। কেন এত হিংসা ছড়াচ্ছে পৃথিবীতে। আমি খুবই আহত।

ফারহান আখতার: প্যারিসে যে হামলা চলেছে তা মন ও মস্তিষ্ককে গভীর ভাবে নাড়া দিয়েছে। প্যারিসে ট্যাজিডিতে নিহতদের প্রতি আমার সমবেদনা রইল।

শাবানা আজমি: অতি ভয়ঙ্কর। কবে শেষ হবে এই নাশকতার।

অনুপম খের: খুবই বিভৎস। দুঃখের খবর।

সোনাক্ষী সিনহা: এইরমক দিন যেন আমার দেশকে না দেখতে হয়। এটা প্রর্থণা করি। প্যারিসের জন্য খুবই দুঃখিত।

আলিয়া ভাট: প্যারিসে জন্য প্রর্থণা করি। এটা খুবই শকিং খবর।

অনুষ্কা শর্মা: সকালে উঠেই ভয়ঙ্কর খবর। প্যারিস-বাসীদের জন্য আমার সমবেদনা রইল।

সোনম কাপুর: বিশ্বে ছড়িয়ে পড়ুক ভাতৃত্ব ভাব, সহিষ্ণুতা, ভালোবাসা এটা প্রার্থনা করি।

হৃতিক রোশন: সত্যি খুবই ভয়ঙ্কর দিন প্যারিসের জন্য। প্রার্থনা করছি এইদিন প্যারিস তাড়াতাড়ি কাটিয়ে উঠুক।

এছাড়া অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, বরুন ধাওয়ান, নার্গিস ফারকে, বিবেক ওবেরয়, রবীনা ট্যান্ডন, প্রাচী ডেসাই, সোনু নিগম, জেনেলিয়া ডিসুজা, লিজা রায়, ইয়ামি গৌতম, মনোজ বাজপায়ী সহ বলিউডে জুড়ে তারকারা সমবেদনা জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.