সৌদি কাস্টমস ছাত্রদের মাদক বিরোধী প্রশিক্ষন প্রদান

0

মোরশেদ রানাঃ সৌদির আরব কাস্টমস হাউজ সৌদি আরব রাজধানী রিয়াদের একটি স্কুলে একটি প্রদর্শনীর আয়োজন করে। সেখানে দেখানো হয় কিভাবে আশপাশের এলাকায় মাদক সনাক্ত করতে হয়।এবং তার প্রতিরোধ করতে হবে।

কাস্টমস মুখপাত্র স্থানি পত্রিকা আরব নিউজ কে জানান এ প্রদর্শনীর উদ্দেশ্য হলো তরুণ সমাজের মধ্যে নিষিদ্ধ, নকল ও ভেজাল পণ্য সম্পর্কে সচেতন করা।

শিক্ষার্থীদের সেখানে পাচারকারীদের নানা রকম পদ্ধতি ও নিষিদ্ধ কাজে বিভিন্ন পন্থা সম্পর্কে তুলে ধরে। এবং তারা জানায় যে, তারা ভিডিও দেখার মাধ্যমে জেনেছে কিভাবে নিষিদ্ধ মাদক, অ্যালকোহল সনাক্ত ও প্রতিরোধ করতে হয়।

শিক্ষার্থীরা সেখানে সৌদি আরবের কাস্টমসের ডগ স্কয়াডের মহড়া দেখে এবং জানতে পারে কিভাবে নিষিদ্ধ দ্রব্যাদি সনাক্ত করা যায়।
পাহাড়ী এলাকায় মাদক সন্ত্রাসের ভয়াবহতা এবং তাদের প্রতিকারের বিষয়টি প্রদর্শিত হয়।

আয়োজকরা এবং সৌদি আরব মাদক বিরোধী কমিটির জেনারেল সেক্রেটারি আব্দুল্লাহ মোহাম্মদ আল শরিফ বলেন , এরকম মাদক সন্ত্রাসীরা শুধুমাত্র আর্থিক লাভের উদ্দেশ্য এটা করে না বরং তাদের আসল উদ্দেশ্য হলো যুব সমাজকে ধ্বংস করা।।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.