চীনে ভূমিধসে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ১৬

0

আন্তর্জাতিক ডেস্ক :: চীনের পূর্বাঞ্চলে ভূমিধসের ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত ১৬ জন। খবর বিবিসির।
জিঝিয়াং প্রদেশের লিংডন গ্রামে স্থানীয় সময় শুক্রবার রাত ১১টার দিকে এ ভূমিধসের ঘটনা ঘটে। কিছুদিন ধরে একটানা প্রবল বৃষ্টিপাতের ফলে ভূমিধসের ঘটনা ঘটেছে।

ভূমিধসে প্রায় ৩০টি ঘর-বাড়ি মাটি চাপা পড়েছে। গ্রামটির অর্ধেকাংশ এখনো পানিতে ডুবে আছে। উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে ২ হাজার ফায়ার সার্ভিস কর্মী।

স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন একজনকে উদ্ধার করা হয়েছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
তিনি জানিয়েছেন, উদ্ধার কাজে প্রশিক্ষিত কুকুর, যন্ত্রপাতি ও মনোবিজ্ঞানী ছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারের সাহায্যে স্থানীয় কর্মী নিয়োগ করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নিখোঁজদের মধ্যে অধিকাংশ শিশু ও বৃদ্ধ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.