শেষ সুযোগ কাজে লাগাতে চাই মামুনুলরা

0

স্পোর্টস ডেস্ক :: পার্থের সবুজ গালিচায় অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বপ্নের সেই ম্যাচে ৫ গোলের লজ্জাজনক পরাজয়। সেপ্টেম্বরের সেই ম্যাচের পর বিশ্বকাপ বাছাইয়ের আরও তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সবকটিতেই হার। আজ আরও একটি স্বপ্নের ম্যাচ। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫.৩০ মিনিটে সকারুদের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে মামুনুল ইসলামদের শেষ ম্যাচ এটি। যে কারণে স্বাগতিক দর্শকের সামনে নিজেদের মেলে ধরার দারুণ সুযোগ ফ্যাবিও লোপেজের শিষ্যদের।

র‌্যাংকিং এবং পরিসংখ্যান; সবকিছুর বিচারেই বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে সকারুদের। দলের অনেক তারকাই ইউরোপিয়ান লিগে মাতিয়েছেন। দলে আছেন টিম কাহিলের মতো ফুটবলার। সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্ন দেখাটাও বাড়াবাড়ি। তবে ইতালিয়ান কোচ লোপেজের মূলমন্ত্রই জয়। ফুটবলারদের মাঝে সে মন্ত্রটা ঢুকিয়ে দেওয়া হলেও ফলাফল শূন্য। তার অধীনে কিরগিজস্তান ও তাজিকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ।

বিশকেকে কিরগিজদের বিপক্ষে লড়াই করে হারলেও গত সপ্তাহে তাজিকিস্তানের কাছে ৫ গোলের লজ্জায় ডুবেছে তারা। বাংলাদেশের কোচ হওয়ার পর এই প্রথম বঙ্গবন্ধু স্টেডিয়ামের ডাগআউটে দাঁড়াবেন লোপেজ। প্রথমটাই স্মরণীয় করে রাখতে চান এ ইতালিয়ান, ‘অবশ্যই আমি জিততে চাই। প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া কিংবা অন্য যে কেউ হোক না কেন, এ নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি জয়ের জন্যই মাঠে নামি।’

গত জুনে তাজিকিস্তানের বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। অথচ ক্রইফের সে সাফল্য ম্লান হয়েছে লোপেজের অধীনে তাজিকদের বিপক্ষে ৫-০ গোলে হারের লজ্জায়। সে হার সম্পর্কে ইতালিয়ান কোচ বলেন, ‘ঘরের মাঠে সেই ম্যাচে তাদের (তাজিকিস্তান) সেরা পাঁচ ফুটবলার ছিলেন না; কিন্তু সর্বশেষ ম্যাচে তারা খেলেছেন। তাজিকিস্তান অনেক শক্তিশালী। তার চেয়ে বেশি শক্তিশালী দল অস্ট্রেলিয়ার মুখোমুখি হব আমরা।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.