ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, পাকিস্তান ও ভারত

0

আন্তর্জাতিক ডেস্ক :: আফগানিস্তানের উত্তরাঞ্চলে উৎপত্তি হওয়া ভূমিকম্প দেশটি ছাড়াও পাকিস্তান ও ভারতেও অনুভূত হয়েছে। গত রবিবার রাতে অনুভূত হওয়া ভূমকম্পনটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯।

মার্কিন ভূতত্ত্ব জরিপ বিভাগ জানিয়েছে, আশকাসম থেকে ২২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ৯২ দশমিক ৪ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। উৎপত্তিস্থলটি আফগান রাজধানী কাবুল থেকে ৩০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

স্থানীয় সময় রবিবার রাত ২টা ১৬ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। এর ফলে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
আফগানিস্তানের উত্তরাঞ্চল ছাড়াও পাকিস্তানের বিভিন্ন অংশ ও ভারতের দিল্লিতে ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

গত অক্টোবরে আফগানিস্তান ও পাকিস্তান অঞ্চলে অনুভূত হওয়া এক ভূমিকম্পে প্রায় ৪০০ লোকের প্রাণহানি ঘটে।এর আগে আফগানিস্তানের হিন্দুকুশে সৃষ্ট এক ভূমিকম্প দেশটি ছাড়াও পাকিস্তান ও ভারতে অনুভূত হয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়ার।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.