আইএসের দুই শতাধিক তেলের ট্রাক ধ্বংস

0

আন্তর্জাতিক ডেস্ক :: সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আইএসের (ইসলামিক স্টেট) ব্যবহৃত ২৩৮টিরও বেশি তেলের ট্রাক ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র।মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে সোমবার বলা হয়েছে, চলতি সপ্তাহের প্রথম দিকে ঘটা ওই ঘটনার ভিডিওচিত্র শিগগিরই প্রকাশ করা হবে।

ধারণা করা হচ্ছে, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে আল-হাসাকাহ ও দেইর আল জাওয়ারের তেল উৎপাদন ক্ষেত্রের কাছে ট্রাকগুলো ভরার অপেক্ষায় ছিল। এ সময় মার্কিন যুদ্ধবিমান থেকে ওগুলোতে আঘাত হানা হয়।

এ সময় ট্রাকচালকদের পক্ষ থেকে সতর্কতামূলক গুলিও ছোড়া হয় বলে জানানো হয়েছে।গত সপ্তাহেও একদফা বিমান হামলায় আইএসের ব্যবহৃত ১১৬টি তেলের ট্রাক ধ্বংস করেছিল মার্কিন বাহিনী।

তেলের ট্রাক ধ্বংসের ঘটনায় কোনো বেসামরিক লোক হতাহত হয়নি বলে জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস। এর আগে বেসামরিক জনগণের ক্ষয়ক্ষতি ও পরিবেশ দূষণের আশঙ্কায় পেট্রোল সরবরাহের ওপর হামলা চালানো থেকে বিরত থাকত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট। কিন্তু সম্প্রতি অপারেশন টাইডাল ওয়েভ-২ এর অংশ হিসেবে তেলের লরিতে হামলা চালানো হচ্ছে।
সূত্র: বিবিসি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.