৭৯ রানেই গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস!

0

স্পোর্টস ডেস্ক :  এ যেন মোহালির পুনরাবৃত্তি। নাগপুরের স্পিনবান্ধব উইকেটে মাত্র ৭৯ রানেই গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। প্রথম দিন ভারতের ২১৫ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিন ৭৯ রানেই ‘খেল খতম’ প্রোটিয়াদের। প্রথম ইনিংসে মাত্র ৩৩ ওভার ব্যাটিং করতে পেরেছে সফরকারীরা।

দক্ষিণ আফ্রিকার ১০ উইকেটের সবকটিই পকেটে পুরেছেন স্পিনাররা। প্রথম ইনিংসে ১৩৬ রানের লিড নেওয়া ভারতের পক্ষে রবিচন্দ্রন অশ্বিন একাই নিয়েছেন ৫ উইকেট। জাদেজা ৪টি ও অমিত মিশ্র একটি উইকেট নেওয়ায় পেসারদের প্রাপ্তির খাতায় শূন্যই রয়ে গেল এদিন।

ব্যাটসম্যানদের এমন দুর্দিনে অতিরিক্ত খাত থেকে মাত্র একরান যোগ হয়েছে দক্ষিণ আফ্রিকার ইনিংসে। ভারতীয় বোলাররা রান দেওয়ার ক্ষেত্রে এদিন এতটাই ‘কিপ্টে’ ছিলেন যে পুরো ৩৩ ওভারে কোনো ওয়াড, নো বল ছিল না। একমাত্র ‘মিস্টার এক্সট্রা’ এসেছে লেগবাই থেকে।

সফরকারীদের পক্ষে জেপি ডুমিনি (৩৫) ফাফ ডু প্লেসিস (১০) ও সায়মন হারমার (১৩) ছাড়া আর কেউ দুই অঙ্কের স্কোর করতে পারেননি।

নাগপুরের প্রথম ইনিংসে তিনের কোটা ছুতে না পারা দক্ষিণ আফ্রিকার অবশ্য এটাই সর্বনিম্ন স্কোর নয়। এর আগে ৫৮ রানে অল আউটের নজিরও রয়েছে প্রোটিয়াদের। সূত্র: ক্রিকইনফো

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.