চন্দনাইশের শুক্লাম্বর তরুন সংঘের জগদ্ধাত্রী পূজা সম্পন্ন

0

এস কফিল :   চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের বাইনজুরীস্থ ঐতিহ্যবাহী সনাতনী তীর্থস্থান শ্রী শ্রী শুক্লাম্বর পীঠ মন্দিরাঙ্গনে শুক্লাম্বর তরুণ সংঘের উদ্যোগে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা সম্পন্ন হয়। এ উপলক্ষে ৪ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী ঐতিহ্যবাহী তীর্থস্থান শ্রীশ্রী শুক্লাম্বর পীঠ মন্দিরাঙ্গনে শুক্লাম্বর তরুণ সংঘের উদ্যোগে উৎসাহ, উদ্দীপনা, ভাবগম্ভীর পরিবেশে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে ধর্মসভায় সভাপতিত্ব করেন মিলন দাশ, প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী। সঞ্চালনা করেন পরিমল দেব। বিশেষ অতিথি ছিলেন ৫ নং বরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী রতœাকর দাশ টুনু, যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত দাশ, শ্রীপ্রকাশ দাশ অসিত, সহ-সাংগঠনিক সম্পাদক বিপ্লব সেন, প্রচার সম্পাদক রাজীব চৌধুরী, দক্ষিণ জেলা পূজা পরিষদের সহ-সাধারণ সম্পাদক অরূপ সেন, বিশ্বজিৎ চৌধুরী, অর্থ সম্পাদক রুবেল দেব, ডা: কাজল কান্তি বৈদ্য, ইউপি মেম্বার অমর কান্তি ভট্টাচার্য্য, আবু জাফর, এস কফিল, আকতার উদ্দিন, মোরশেদুল আলম, বিপ্লব চক্রবর্তী তুহিন, অজিৎ দাশ বাসু, ¯েœহাশীষ বিশ্বাস টুনু, নগর পূজা পরিষদের সদস্য সুমন চৌধুরী, চন্দন পালিত, তরুন তালুকদার, পরিমল মহাজন, রতন কান্তি দাশ, পরিমল দেব, চট্টগ্রাম জুয়েলার্স সমিতির সদস্য প্রদীপ দেব, আশীষ দত্ত, অসীম ভট্টাচার্য্য, আশীষ দেব, নারায়ণ দত্ত, ঋষু মহাজন, মধুসূদন দত্ত, দিলীপ দেব, আশিষ ধর অপু, বাপ্পি দেওয়ানজী, নারায়ন ধর, সুজন বিশ্বাস, জগদীশ দেব, সঞ্জিব বৈদ্য, আকাশ ধর বাপ্পি, সুমন ভট্টাচার্য্য, গণেশ নারায়ন দাশ, তপন ধর, নুপুর মহাজন, অঞ্জন বৈরাগী, দেবাশীষ ধর, রূপন তালুকদার, রতন দেব, দেবব্রত ধর দেবু প্রমুখ।
৪ দিন ব্যাপী অনুষ্ঠানমালায় ছিল আলোচনা সভা, আলোকসজ্জা প্রদর্শনী, মায়ের পূজা, সন্ধ্যারতি, স্মরণসভা, মহাপ্রসাদ বিতরণ/আস্বাদন, পুনর্মিলনী, শ্রী শ্রী শুক্লাম্বর দীঘিতে প্রতিমা নিরঞ্জন ইত্যাদি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.