আদালতের রায় গৃহকর্মীকে হত্যা, অপরাধীর শাস্তি মাত্র ১০০ দোররা

0

সৌদিআরব(রিয়াদ)অফিসঃ সৌদি আরব শরিয়া আদালতের বিচারে অনৈতিক কর্মের দায়ে এক গৃহকর্মীকে পাথর ছুড়ে হত্যা করা হয়েছে। অথচ একই অপরাধে অপরাধী গৃহকর্তাকে মাত্র ১০০ দোররা মেরে শাস্তি দেওয়া হয়েছে।

আদালতের রায়ে পাথরের আঘাতে মারা যাওয়া ৪৫ বছর বয়সী নারী শ্রীলঙ্কার নাগরিক বলে সৌদি আরবের পত্রিকা ওকাজ জানিয়েছে।

শ্রীলঙ্কার নাগরিক ওই গৃহকর্মী ২০১৩ সালে সৌদি আরব এসেছিলেন। চলতি বছরে আগস্ট মাসে তাঁকে গৃহকর্তার সঙ্গে অনৈতিক কর্মে (ব্যভিচাররত) অবস্থায় দেখে ফেলেন গৃহকর্ত্রী। এরপর শরিয়া আদালতে অভিযোগের পর গত বৃহস্পতিবার আদালত পাথর ছুড়ে তাঁকে হত্যার এই রায় দেন এবং ওই দিনই রায় কার্যকর করা হয়।

একই দিনে রিয়াদে শরিয়া আদালত ইন্দোনেশিয়ার আরো দুই গৃহকর্মীকে শিরশ্ছেদের আদেশ দিয়েছেন।এদিকে এই ‘নির্মম রায়ের’ বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সৌদিআরবে অবস্থিত শ্রীলঙ্কার দূতাবাস।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.