এইডস ছড়ানোর অভিযোগে চিকিৎসকের কারাদণ্ড

0

আন্তর্জাতিক ডেস্ক :: শতাধিক লোকের দেহে মরণঘাতী এইডস ছড়িয়ে দেওয়ার অভিযোগে কম্বোডিয়ান এক লাইসেন্সহীন চিকিৎসককে ২৫ বছরের জেল দেওয়া হয়েছে। খবর সিএনএনের।

ফোনম পেনহ পোস্ট পাত্রিকার গত বৃহস্পতিবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাত্তামবাং প্রদেশে চিকিৎসা নিতে আসা রোগীদের দেহে এইচআইভি (হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস) ছড়ানোর অভিযোগে ইয়েম চোরিউমকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জীবাণুযুক্ত পুরনো সূঁচ ব্যবহার করে তিনি রোগীদের শরীরে এইচআইভি ছড়িয়ে দেন।

২০১৪ সালের ডিসেম্বরে নিজ দেহে এইচআইভির উপস্থিতি লক্ষ্য করে রোকার গ্রামের অনেক বাসিন্দা চোরিউমের বিরুদ্ধে মামলা দায়ের করেন।ইচ্ছাকৃতভাবে রোগীদের দেহে এইচআইভি ছড়িয়ে দেওয়া ও অবৈধভাবে ক্লিনিক পরিচালনার অভিযোগে চোরিউমকে এ সাজা দেওয়া হয়।

কম্বোডিয়ার গ্রামীণ এলাকাগুলোতে রেজিস্টার্ড চিকিৎসক পাওয়া বেশ কষ্টকর। সেখানে তাই লাইসেন্সহীন চিকিৎসকদের ওপর নির্ভর করতে হয় রোগীদের।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটিতে এখনো ৪ হাজারের মতো অবৈধ চিকিৎসক চিকিৎসা করে যাচ্ছেন।
ইউএনএইডসের তথ্যানুযায়ী কম্বোডিয়ার বর্তমানে ৭৬ হাজার লোক এইডসে আক্রান্ত।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.