তাজিকিস্তানে ৭.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

0

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল কারাকুলের ১১১ কিলোমিটার দক্ষিণে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২৮ কিলোমিটার গভীরে।

তাজিকিস্তানের রাজধানী দুশানবের এক বাসিন্দা ফোনে বার্তা সংস্থা রয়টার্সকে ভূমিকম্পের খবর নিশ্চিত করেন।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পের তীব্রটা এতটাই ছিল যে, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের নয়াদিল্লিতেও ভবন কেঁপে ওঠে।তাজিকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মুখপাত্র জানান, ভূমিকম্পে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা আরআইএ জানায়, ভূমিকম্পে তাজিকিস্তানে রাশিয়ার সেনাবাহিনীর ঘাঁটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তথ্যসূত্র : আলজাজিরা

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.