সাভারে পোশাক কারখানায় আগুন

0

ঢাকা অফিস :: সাভারে একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ শ্রমিক।
ঢাকা আরিচা মহাসড়কের উলাইল এলাকার আল-মুসলিম গার্মেন্টসে সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আল-মুসলিম গার্মেন্টস ১১ তলা ভবনের চতুর্থ তলায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। এ সময় ওই গার্মেন্টসে কাজ করছিলেন প্রায় বিশ হাজার শ্রমিক। আগুন আতঙ্কে শ্রমিকরা তাড়াহুড়া করে নামতে গিয়ে কমপক্ষে ২০ শ্রমিক আহত হয়েছেন।

এদিকে, আতঙ্কিত শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে আসলে ঢাকা আরিচা মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় আধ ঘন্টা পর যানচলাচল স্বাভাবিক হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানার নিরাপত্তা কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.