গুলশানে ৫টি ফার্মেসিকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা

0

ঢাকা অফিস : অনুমোদনবিহীন ওষুধ বিক্রির অভিযোগে গুলশান-২ এলাকার ৫টি ফার্মেসিকে ৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ বুধবার রাতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

র‌্যাব-১ এর ডিএডি মো. সাইফুল ইসলাম জানান, রেজিস্টারবিহীন ঔষধ রাখার অভিযোগে সাফাবি ফার্মেসীকে ৩ লাখ, গ্রিড ফার্মেসীকে এক লাখ, ফার্মেসী ২৪-কে ৩ লাখ, আল-আমিন ফার্মেসিকে এক লাখ ও ইউনাইটেড ফার্মেসিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক এ টি এম গোলাম কিবরিয়া খান জানান, সাফাবি ফার্মেসি থেকে ১০৪ প্রকার, গ্রিড ফার্মেসি থেকে ৫৪ প্রকার, ফার্মেসি ২৪ থেকে ২৫ প্রকার, আল-আমিন ফার্মেসে থেকে ১২ প্রকার এবং ইউনাইটেড ফার্মেসি থেকে ৩৬ প্রকারসহ সর্বমোট ২৩১ প্রকারের রেজিস্টারবিহীন ওষুধ জব্দ করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.