চন্দনাইশে প্রার্থীদের গণসংযোগ

0

সৈয়দ শিবলী ছাদেক কফিল   – 

এলডিপি: চন্দনাইশ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌরসভার মেয়র প্রার্থীরা প্রচারণার প্রথম দিনে বিভিন্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেন। বর্তমান মেয়র আলহাজ্ব মো. আয়ুব কুতুবী চন্দনাইশ সদরস্থ এলডিপি কার্যালয়ের সম্মুখ থেকে গণসংযোগের মাধ্যমে প্রথম প্রচারণা শুরু করেন। এ সময় তিনি আশপাশের বেশ কয়েকটি ওয়ার্ডে নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ করেন। এ সময় তাঁর সাথে এলডিপি, গণতান্ত্রিক যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ: আ’লীগের প্রার্থী মাহবুবুল আলম খোকার পক্ষে পৌর আ’লীগের আহ্বায়ক কায়ছার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে হযরত শাহ আমিন উল্লাহ (রহ:)’র মাজার জেয়ারতের পর আনুষ্ঠানিকভাবে গণসংযোগ ও প্রচারণা শুরু হয়। এ সময় উপজেলা আ’লীগ, যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনুর নেতৃত্বে পৌরসভার বুলার তালুক এলাকায় আনুষ্ঠানিকভাবে গণসংযোগের প্রচারণা শুরু করেন। এ সময় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ স্বত্বঃস্ফূর্তভাবে গণসংযোগে অংশ নেয়।
ইসলামী ফ্রন্ট: বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী আবদুল হাকিম হযরত শাহ আমিন উল্লাহ (রহ)’র মাজার জেয়ারতের মাধ্যমে পৌরসভার ৩ ও ৪নং ওয়ার্ডে সমর্থকদের নিয়ে বিকালে গণসংযোগের মাধ্যমে প্রচার প্রচারণা শুরু করেন। এ সময় তাঁর সাথে দলীয় নেতৃবৃন্দ ও সমর্থকেরা স্বত্বঃস্ফূর্তভাবে অংশ নেয়।
স্বতন্ত্র প্রার্থী: স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন আহমেদ উত্তর গাছবাড়িয়া বদুর পাড়া থেকে তার সমর্থকদের নিয়ে গণসংযোগের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। এ সকল গণসংযোগে প্রতিটি দলের সমর্থকদের উপস্থিতিতে প্রথম দিনের প্রচার প্রচারণা উৎসবমুখর হয়ে উঠে পুরো চন্দনাইশ পৌর এলাকা। সে সাথে কাউন্সিলররাও তাদের নিজ এলাকায় সমর্থকদের নিয়ে প্রচারণা শুরু করেন। সব মিলিয়ে প্রথম দিনের প্রচার প্রচারণায় চন্দনাইশ পৌরসভা ছিল উৎসবমুখর। পৌরসভার প্রতিটি অলি-গলি, পাড়া-মহল্লা উৎসুক জনতার ভিড়, সমর্থকদের পদচারনায় মুখরিত হয়ে উঠে পুরো।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.