জবিতে বিজয় দিবস উদযাপন

0

শিক্ষাঙ্গণ ডেস্ক :: জাতির বীর সন্তানদের যথাযোগ্য মর্যাদায় স্মরণ করে মহান বিজয় দিবস উদযাপন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।বিজয় দিবস উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে পর্যায়ক্রমে জবি শিক্ষক সমিতি, নীলদল, বাংলাদেশ ছাত্রলীগ জবি শাখা, কর্মকর্তা-কর্মচারী সমিতি সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় জবির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবনগুলো আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.