বিজয় দিবসের অনুষ্ঠানে পৌরপ্রার্থী নয় : ইসি

0

সিটিনিউজবিডি :: বিজয় দিবসের অনুষ্ঠানে পৌর নির্বাচনের প্রার্থীদের উপস্থিত না থাকতে ‘সতর্ক’ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এ বিষয়ে নির্দেশনা দিতে ২৩৪ পৌরসভার রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ইসির উপসচিব সামসুল আলম এ তথ্য জানান।

বিজয় দিবসের অনুষ্ঠানে সংসদ সদস্যের উপস্থিতিকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে আগাম সতর্কতা জানিয়ে চিঠি দেওয়া হলো বলে উল্লেখ করেন তিনি।

‘পৌর নির্বাচনী এলাকায় বিজয় দিবসের অনুষ্ঠান বা মুক্তিযোদ্ধাদের জন্য আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্যসহ অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত থাকতে পারেন। তবে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী এসব অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না’- রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া চিঠিতে বলা হয়।

বিজয় দিবসের অনুষ্ঠানে নির্বাচনী প্রচারসংক্রান্ত কোনো বক্তব্য বা আলোচনা না করার জন্যে ইসি নির্দেশ দিয়েছে বলেও উল্লেখ করা হয় চিঠিতে।

সেইসঙ্গে সরকারি সুবিধাভোগী ব্যক্তিদের অনুষ্ঠান শেষে নির্বাচনী এলাকা ছাড়লে ইসিকে অবহিত করে প্রতিবেদন দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.