বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

0

সিটিনিউজবিডি :: বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডীতে বিক্রির জন্য বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন।

বুধবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে বিজয় মেলা উদযাপন পরিষদের নেতা জহুরুল ইসলাম জানান, বিভিন্ন মেলা ও পাড়ায় ফেরি করে বিক্রির জন্য গ্যাস সিলিন্ডার দিয়ে বেলুনে গ্যাস ভরার সময় বিস্ফোরণ ঘটে। এ সময় বেলুনে গ্যাস ভরার কাজে নিয়োজিত একজন ঘটনাস্থলেই মারা যান। তার পরিচয় এখনো জানা যায়নি।

তিনি জানান, এ ঘটনায় স্থানীয় দুজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের পায়ে মারাত্মক জখম হয়েছে। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্ঘটনাটি মেলা প্রাঙ্গণে ঘটেনি। মেলা থেকে কিছুটা দূরে ঘর ভাড়া নিয়ে বেলুন বিক্রেতারা গ্যাস সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরছিলেন।বিকাল চারটায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বিজয় মেলার উদ্বোধন করার কথা রয়েছে বলে জানান জহুরুল ইসলাম।

এ ব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি রিসিভ করেননি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.