গুয়াংজুর বিপক্ষে নেই মেসিও

0

স্পোর্টস ডেস্ক :: ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে আজ চীনের ক্লাব গুয়াংজু এভারগ্রান্ডের বিপক্ষে মাঠে নামার আগে আরেকটি বড় ধাক্কা খেল বার্সেলোনা। পেটে ব্যথার কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন দলের সেরা তারকা লিওনেল মেসি। বার্সা এক টুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

কুঁচকির ইনজুরির কারণে এই ম্যাচে নেইমারের না খেলার কথা আগেই জানিয়েছেন বার্সা কোচ লুইস এনরিক। আর এবার মেসিও ছিটকে গেলেন। আক্রমণভাগের দুই তারকাকে হারিয়ে তাই বেশ বিপাকেই পড়ে গেল কাতালানরা।

বুধবারও দলের সঙ্গে ভালোমতো অনুশীলন করেছিলেন মেসি। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই পেটে ব্যথা অনুভব করতে থাকেন আর্জেন্টিনা ফরোয়ার্ড। যা শেষ পর্যন্ত তাকে ম্যাচ থেকেই ছিটকে দিল। ফাইনাল কিংবা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও এই আর্জেন্টাইনের খেলা অনিশ্চিত।

জাপানের ইয়োকোহামার নিশান স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় শুরু হবে বার্সা-এভারগ্রান্ড ম্যাচটি। এই ম্যাচের জয়ী দল আগামী শনিবার ফাইনালে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের বিপক্ষে খেলবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.