মুক্তির দিনেই বন্ধ ‘বাজিরাও মাস্তানি’র প্রদর্শনী

0

বিনোদন ডেস্ক :: মুক্তির দিনে খোদ ভারতেই বন্ধ হলো বাজিরাও মাস্তানি ছবির প্রদর্শনী। বিজেপিকর্মীদের বিক্ষোভের জেরেই সঞ্জয় লীলা বানশালির এই ছবির প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছে পুনে শহরের সব সিনেমা হলে।

দ্যা হিন্দুর খবরে বলা হয়েছে, মুক্তির প্রখম দিনেই পুনে শহরের শুক্রবারের সব ‘শো’ বাতিল হয়ে গিয়েছে।

জানা গেছে, শুক্রবার সকাল থেকেই পুনের সিটিপ্রাইড সিনেমা হলের সামনে জড় হয় বিজেপিকর্মীরা। ইতিহাসকে বিকৃত করা হয়েছে এই অভিযোগে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন তারা। তারা দাবি করেন পেশোয়া শাসনের ইতিহাসকে এই ছবিতে বিকৃত করা হয়েছে।

পেশোয়া বাজিরাও ও তার মুসলিম স্ত্রী মাস্তানিকে নিয়েই তৈরি এই ছবির গল্প।এই ছবিতে কাশীবাঈ, মাস্তানির মত ঐতিহাসিক চরিত্রগুলোকে অসম্মান করা হয়েছে বলেই অভিযোগ।

প্রসঙ্গত, ইসলাম ও মুসলমানবিরোধী প্রচারণার অভিযোগে পাকিস্তানে মুক্তির ছাড়পত্র পায়নি বানশালির এই ছবি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.