আশুলিয়ায় গার্মেন্টসে বয়লার বিস্ফোরণে আহত ১০

0

সিটিনিউজবিডি :: আশুলিয়ায় আরএন নামে একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই পোশাক কারখানার তিনতলা ভবনের দেয়াল ধসে পড়লে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় ঘটনাটি ঘটে।

গুরুতর আহতরা হলেন- রাজিয়া খাতুন (৩৭), রাজীব (২ মাস) , ওই পোশাক কারখানার আয়রন ম্যান ফয়েজ উদ্দিন (৫৭) ও পোশাক শ্রমিক কামাল মিয়া (১৮)। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর দু’জনকে উন্নত চিকিৎসার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সেলিম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, শনিবার দুপুরে একটি বিকট শব্দ শোনা যায়। পরে আরএন গার্মেন্টসের একটি দেয়াল পাশ্ববর্তী টিনসেড বাড়ির ওপর ধসে পড়ে। এ সময় ওই বাড়িতে থাকা এক শিশুসহ তার মা গুরুতর আহত হন। অন্যদিকে বিস্ফোরণ ও দেয়াল ধসের ঘটনায় ওই পোশাক কারখানায় থাকা আরও আট শ্রমিক আহত হন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান,গার্মেন্টসের বয়লার বিস্ফোরণের ঘটনায় ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.