মেসির ওপর সমর্থকদের ক্ষোভ!

0

স্পোর্টস ডেস্ক :: তাদের ক্ষোভটা লিওনেল মেসিকে ঘিরেই ছিল বেশি। কারণ ক্লাব বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের বিপক্ষে মেসির গোলেই যে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। পরে লুইস সুয়ারেজের দুটি গোলে শিরোপা জিতে স্প্যানিশ ক্লাবটি।

তবে বার্সার কাছে হেরে যাওয়া আর্জেন্টাইন ক্লাবের সমর্থকদের সমস্ত ক্ষোভ ছিল মেসির ওপরই। নিজেদের দলের বিপক্ষে স্বদেশী এক খেলোয়াড়ের গোল দেওয়াটা ভালোভাবে নিতে পারেনি তারা। তাই তো টোকিওর নারিতা বিমানবন্দরে মেসিকে হাতের কাছে পেয়ে হেনস্তা করেছে একদল রিভার প্লেট সমর্থক।

মেসি বার্সায় যাওয়ার আগে অবশ্য ট্রায়ালে গিয়েছিলেন রিভার প্লেটে। তখন মেসির শারীরিক অবস্থা দেখে তাকে নেয়নি দলটি। পরে বার্সেলোনা তাকে গ্রহণ করেন স্বপরিবারে। সেখান থেকেই বিশ্বজোড়া তারকাখ্যাতি পেয়েছেন। মেসি অবশ্য সেসব মনেই রাখেননি। তাই তো ক্লাব বিশ্বকাপের ফাইনালে স্বদেশী ক্লাবের বিপক্ষে গোল করার পরও সমর্থকদের দিকে তাকিয়ে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে হাত তোলেন বার্সা ফরোয়ার্ড।

ক্লাব বিশ্বকাপ মিশন শেষে স্পেনে ফেরার জন্য টোকিওর নারিতা বিমানবন্দরে পাসপোর্টের কাগজপত্র পরীক্ষা করে যাত্রীকে সবুজ সংকেত দেওয়া লাইনে দাঁড়িয়ে ছিলেন মেসি। সেখানে মেসিকে পেয়ে অপমানজনক কথা বলতে শুরু করে রিভার প্লেটের সমর্থকরা। রেগে গিয়ে দু-একজন নাকি মেসির দিকে থুতুও ছিটিয়েছেন!

বিষয়টি আঁচ করতে পেরে মাশচেরানো ও সুয়ারেজ এসে মেসিকে আগলে রাখেন। তবে মেসিকে রক্ষা করতে গিয়ে উল্টো বিপদে পড়েছিলেন মাশচেরানোও। রিভার প্লেটের সমর্থকরা তাদের দলের প্রাক্তন ফুটবলার মাশচেরানোর ওপরও নাকি ক্ষুব্ধ হন।

অবশ্য এই ঘটনার জন্য রিভার প্লেট সভাপতি রোদোলফো ডি’ওনোফ্রিও এরই মধ্যে দুঃখ প্রকাশ করেছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.