সুবিধা বঞ্চিত নারীদের পাশে সাদার্নের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান

0

শিক্ষাঙ্গণ, চট্রগ্রাম:: গ্রামীণ নারী উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি কক্সবাজারের চকরিয়ায় সুবিধা বঞ্চিত ৪০ জন নারীকে সেলাই মেশিন প্রদান করেছেন সাদার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও গ্রামীণ নারী উন্নয়ন প্রকল্পের পরিচালক সরওয়ার জাহান। এসময় উপস্থিত ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. ইসরাত জাহান ও চট্টগ্রাম বিশ্বদ্যিালয়ের শিক্ষক ড. নসরুল্লাহ বাহাদুরসহ স্থানীয় জনপ্রতিনিধি।

মূলত গ্রামীণ নারীদেরকে নৈতিক শিক্ষা, স্বাক্ষরতা, মৃতব্যক্তির গোসল ও সেলাই প্রশিক্ষণ এই চারটি বিষয়ে উপর প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এ কর্মসূচি পালন করে যাচ্ছে এজে ফাউন্ডেশন।

এ প্রসঙ্গে সরওয়ার জাহান বলেন, পুরুষের পাশাপাশি নারীরা যদি আত্মনির্ভরশীল হয় তাহলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। সত্যিকারের নারী উন্নয়ন সম্ভব হলে সমাজের চেহারা পাল্টে যাবে। প্রত্যেকে যার যার অবস্থান থেকে নারী উন্নয়নে কাজ করা উচিত বলে মনে করেন তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.