সৌদিআরবে ২০১৬ সালের বাজেট ঘোষণা

0

মোরশেদ রানা: সৌদিআরব ১৪৩৭/১৪৩৮ হি: ২০১৬ইং সালের বাজেট ঘোষণা করা হয়েছে। এই বাজেটে বিভিন্ন খাতে বরাদ্দের পরিমাণ:>>

১। শিক্ষা ও প্রশিক্ষণ :১৯১.৬৫৯ বিলিয়ন সৌদি রিয়াল।
২।স্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন : ১০৪.৮৬৪ বিলিয়ন( sr)
৩ । অবকাঠামো ও যোগাযোগ : ২৩.৯০৩ বিলিয়ন(sr)
৪। পৌর সেবা :২১.২৪৬ বিলিয়ন(sr)
৫। অর্থনৈতিক সম্পদ : ৭৮.১২১ বিলিয়ন(sr)
৬। সামরিক ও নিরাপত্তা সেবা : ২১৩.৩৬৭ বিলিয়ন (sr)।

৭। জন প্রশাসন : ২৩.৮৪০ বিলিয়ন রিয়ালএবং
বাজেট সংস্থান সহায়তা : ১৮৩ বিলিয়ন সৌদি রিয়েল।

-সূত্র “সৌদি গেজেট”

এদিকে গত কাল ২৮ডিসেম্বর রাত্রে জালানি তেলের মূল্য বৃদ্ধির খবর পেয়ে সৌদিতে পেট্রলপাম্প গুলোতে প্রচুর ভিড লক্ষ করাগেছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.