দীর্ঘ নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরলেন আমির

0

স্পোর্টস ডেস্ক : স্পট ফিক্সিংয়ের অভিযোগে নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘদিন পর দলে ফিরেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। তার প্রত্যাবর্তনে সন্তুষ্টি প্রকাশ করেছেন দলটির টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক ও টোয়েন্টি২০ অধিনায়ক শহীদ আফ্রিদি।

মিসবাহ-উল-হক বলেছেন, ‘কয়েকজন ক্রিকেটার ওর ফেরার বিপক্ষে ছিল। কিন্তু আমি মনে করি পিসিবি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এতে সবার জন্যই ভাল হবে। এক্ষেত্রে কারো মন্তব্য করা উচিত হবে না, পিসিবির সিদ্ধান্তকে সবার সম্মান জানানো উচিত।’

তিনি বলেন, ‘বিপিএলে আমি আমিরকে দেখেছি। পাঁচ বছর আগে যেমন ছিল ও এখন তেমনই আছে। ফিটনেস ও পেস ধরে রেখেছেও, ওর মধ্যে কোন ব্যতিক্রম দেখি না। আর ওর পারফরম্যান্স নিয়েও কোন প্রশ্ন নেই।’

এদিকে পাকিস্তানের টোয়েন্টি২০ অধিনায়ক শহীদ আফ্রিদি তাকে শুভেচ্ছা জানিয়ে টুইটারে বলেছেন, ‘দলে ফেরায় আমিরকে শুভেচ্ছা। আমাকে সে ইংল্যান্ডে প্রথম সত্য কথা বলেছিল। সে তার ভুলের প্রায়শ্চিত্ত করেছে। এখন তার ফেরার সময়।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.