ইসরায়েলে গোলাগুলির ঘটনায় নিহত ২

0

আন্তর্জাতিক ডেস্ক :: ইসরায়েলের তেলআবিবে একটি পানশালায় গত শুক্রবার গোলাগুলির ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে আরও সাতজন। খবর আলজাজিরার।

ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রোসেনফেল্ড জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টার দিকে মধ্য তেলআবিবের দিজেনগফ স্ট্রিটের একটি পানশালাকে লক্ষ্য করে গোলাগুলির ঘটনা ঘটে।

দেশটির পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলের আরারায় বাস করা ফিলিস্তিনি নাগরিক নিশাত মিলহাম (২৯) এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় পত্রিকায় বলা হয়েছে, ২০০৬ সালে ইসরায়েলি জেলে থাকাকালীন অনশন শুরু করেছিলেন মিলহাম। ইসরায়েলের চ্যানেল-২ টেলিভিশনে বলা হয়েছে, ২০০৬ সালে মিলহামের এক চাচাত ভাইকে গুলি করে হত্যা করে ইসরায়েলি পুলিশ।

ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারী এখনো পলাতক রয়েছেন। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ সদস্যরা।
দেশটির জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী গিলাদ এরদান বলেছেন, হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।

গত বছর পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এতে ওই বছর ফিলিস্তিনের অন্তত ১৭৯ বেসামরিক নাগরিক নিহত হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.