শুরু হলো ‘বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব’

0

বিনোদন ডেস্ক :: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুক্রবার (১ জানুয়ারি) থেকে শুরু হয়েছে বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব। সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী এবং ধন্যবাদ বক্তব্য রাখেন সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন। উৎসবে ৬৪ জেলার শিল্পকলা একাডেমির শিল্পীরা তাদের সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবেন।

১৮ জানুয়ারি শেষ হবে এ উৎসব। প্রতিদিন বিকাল সাড়ে ৪টায় একাডেমির নন্দনমঞ্চে সমবেত সঙ্গীত, সমবেত নৃত্য, একক সঙ্গীত, আবৃত্তি ও জেলার বৈশিষ্ট্যপূর্ণ পরিবেশনা উপস্থাপন করা হবে। উৎসবে উদ্বোধনী সন্ধ্যায় বিভিন্ন পরিবেশনায় অংশ নেয় জয়পুরহাট, সিলেট, গোপালগঞ্জ, ময়মনসিংহ জেলার শিল্পীরা। শনিবার (২ জানুয়ারি) উৎসবের দ্বিতীয় সন্ধ্যায় অংশ নেবে হবিগঞ্জ, কুমিল্লা, ফরিদপুর ও রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.