তেহরানে সৌদি দূতাবাসে বিক্ষোভ, হামলা

0

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি শিয়া নেতা শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে ইরানে শিয়া মতাবলম্বীরা তেহরানে সৌদি আরবের দূতাবাস ভবনে পেট্রোলবোমা হামলা চালিয়েছে। এতে ভবনটিতে আগুন ধরে যায়। প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বিক্ষোভকারীরা শনিবার দূতাবাসে এই পেট্রোলবোমা ছুড়ে মারে।

সন্ত্রাসবাদের অভিযোগে সৌদি আরবে শেখ নিমর আল-নিমরকে শনিবার মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে নিমরের সমর্থকেরা মনে করেন, সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে সমালোচনার কারণেই তাকে প্রাণদণ্ড দেওয়া হয়েছে। নিমরের মৃত্যুদণ্ডের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এই ঘটনার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির দ্য রেভল্যুশনারি গার্ড।iran_663

শনিবার নিমরের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পর বিক্ষোভকারীরা তেহরানে সৌদি দূতাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বেশ কয়েকজন বিক্ষোভকারী দূতাবাসের ভেতরে পেট্রোলবোমা ছুড়ে মারে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পেট্রোলবোমার আগুন ভবনে ছড়িয়ে পড়ে। দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.