শপথ নিতে গিয়ে মেক্সিকোর মেয়র খুন

0

আন্তর্জাতিক ডেস্ক :: মেক্সিকোতে নব নির্বাচিত নারী মেয়র গিসেলা মোটাকে গুলি করে হত্যা করা হয়েছে। মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার দ্বিতীয় দিনের কর্মদিবসেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার মেয়র হিসেবে শপথ নিয়েছিলেন গিসেলা। দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক ঘণ্টা পরেই রাজধানী শহর মেক্সিকো থেকে ৮৫ কিলোমিটার দক্ষিণের টেমিক্সো শহরে নিজের বাড়িতেই তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, চারজন বন্দুকধারী ওই মেয়রের ওপর হামলা চালিয়েছিল। পরে পুলিশ হামলাকারীদের ওপর গুলি ছুড়লে দুজন নিহত হয়েছে। অন্যদেরকেও আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।

তবে ঠিক কি কারণে তার ওপর হামলা চালানো হয়েছে তা এখনও পরিস্কার নয়। এর আগেও গত বছর মেক্সিকোতে বেশ কয়েকজন মেয়রকে মাদক পাচারকারীরা হত্যা করেছে।

মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর ৩০ বছর বয়সী ওই নারী মেয়র প্রতিজ্ঞা করেছিলেন তিনি বাণিজ্যিক শহর টেমিক্সোকে সব অন্যায় এবং অপরাধ থেকে মুক্ত করবেন। বিশেষ করে ওই এলাকার মাদক এবং বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণের জন্য তিনি যথাযথ ব্যবস্থা নেবেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.