ইসলামি আইনে ৪৭ জনের মৃত্যু দন্ড সম্পন্ন হয়

0

মোরশেদ রানা :  সৌদিআরব এর গ্রেন্ড মুফতি শাইখ আব্দুল আযীয আল আশ-শাইখ (হাফিযাহুল্লাহ) বলেছেন, আল্লাহর কিতাব এবং নাবী (স:) এর সুন্নাহ অনুযায়ী ৪৭ জন অপরাধীর বিচার করা হয়েছে।
আল আশ-শাইখ যিনি সৌদি আরবের সিনিয়র আলেমদের কাউন্সিল এর চেয়ারম্যান এবং ধর্মীয় গবেষণা ও ফতোয়া বিভাগ এর প্রধান । তিনি সৌদি প্রেস এজেন্সির মাধ্যমে দেয়া এক বার্তায় বলেন, শরিয়া আইন অনুযায়ী এই বিচারকার্য সম্পন্ন করা হয়েছে। আর এটা সৌদিআরবের নিরাপত্তা বিধানের জন্য জরুরি।

বিচার পরিচালনায় মানুষের মধ্যে কোন বৈষম্য করা হয় না বিচার সবার জন্য সমান বিচার। উল্লেখ করে তিনি নাবী (স:) এর একটি হাদিস উল্লেখ করেন যেখানে বনী ইসরালের উপর গযবের কারণ হিসেবে বলা হয়েছে যে, তারা উচ্চবিত্ত এবং গরীবদের মধ্যে বিচারের সময় বৈষম্য করতো ।

এছাড়া সৌদি বিচার ব্যাবস্থায় নয়টি ধাপে বিচার সম্পন্ন করা হয় বলেও জানান তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.