এবার সিনেমায় সোনমের ভাই হর্ষবর্ধন

0

বিনোদন ডেস্ক : ইন্ডিয়ার বলিউড জগতে কাপুরদের আনাগোনা দিন দিন বেড়েই চলছে। এবার সেই ধারাবাহিকতায় এই তালিকায় নাম লেখাচ্ছেন অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুর।

অনিলপুত্র শেষতক বাবা আর বোনের পথেই হাঁটছেন। রাকেশ ওমপ্রকাশ মেহরার ছবি ‘মির্জা’-য় দেখা যাবে তাকে। পঁচিশ বছর বয়সী হর্ষবর্ধনের বিপরীতে রয়েছেন নবাগতা সাইয়ামি খের। যদিও ক্যামের সামনে চড়াও হয়ে দাঁড়ানোর আগেই অনুরাগ কাশ্যপের সঙ্গে ‘বোম্বে ভেলভেট’-এ সহকারি পরিচালক হিসেবে কাজ করেছেন হর্ষবর্ধন। এবার সামনে আসার পালা।

অন্যদিকে নবাগতা সাইয়ামি হলেন শাবানা আজমির ভাইঝি। সাইয়ামিকে ইতিমধ্যেই দক্ষিণের ছবিতে দেখা গিয়েছে। হর্ষের সঙ্গে সঙ্গে এ বার তারও বলিউড প্রবেশের পালা।

গেল সেপ্টেম্বর থেকেই তাদের শুটিংও শুরু হয়েছে। চলতি বছরেই মুক্তি পাবে তাদের রোমান্টিক চলচ্চিত্রটি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.