ভারতের গ্যাস গ্রিড নেটওয়ার্কে যুক্ত হচ্ছে বাংলাদেশ

0
গোটা পূর্ব ভারত জুড়ে যে গ্যাস গ্রিড নেটওয়ার্ক গড়ে তোলার ডাক দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাতে প্রতিবেশী বাংলাদেশও সক্রিয়ভাবে যুক্ত হয়ে ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটাতে চাইছে। মিয়ানমার থেকে ভারতে গ্যাস সরবরাহ শুরু হলে বাংলাদেশেও যাতে তার একটা অংশ আসতে পারে, কিংবা পশ্চিমবঙ্গ উপকূলের কাছের সমুদ্রে এলএনজি টার্মিনাল গড়ে উঠলে বাংলাদেশের খুলনাও যাতে সেখান থেকে গ্যাস পেতে পারে এসব প্রস্তাব নিয়ে ইতিমধ্যেই দুই দেশের মধ্যে কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে। খবর বিবিসি বাংলা’র।
গোটা ভারতের মধ্যে শিল্পে বিনিয়োগ আর উত্পাদনের ক্ষেত্রে দেশের পূর্বাঞ্চলই সবচেয়ে পিছিয়ে আছে। আর সেই অবস্থা থেকে উত্তরণের জন্য সে দেশের সরকার পুরো পূর্ব ভারতব্যাপী একটি গ্যাস-গ্রিড গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। দিন কয়েক আগেই নরেন্দ্র মোদী দিল্লিতে একটি এনার্জি কনফারেন্সে এই গ্যাস-গ্রিডের পরিকল্পনার কথা ঘোষণা করেন। তখন সেই মঞ্চে একমাত্র বিদেশি প্রতিনিধি ছিলেন বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুত্ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি সেই সফরেই ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দুই দেশের জ্বালানি-সহযোগিতা নিয়ে দীর্ঘ বৈঠক করেন, তাঁর কথা হয় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও। পরে নসরুল হামিদ বিবিসিকে বলেন, আমরাও এই গ্যাস-গ্রিডে আসতে চাই। যেমন ধরুন, ভবিষ্যতে মিয়ানমার থেকে ভারতে যদি গ্যাস সরবরাহ করা হয় বাংলাদেশও তার একটা শেয়ার নিতে পারে। প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের খুলনা অঞ্চলে গ্যাসের চাহিদা মেটাতে তারা ভারতের হিরানন্দানি শিল্পগোষ্ঠীর একটি প্রকল্পের দিকে তাকিয়ে আছেন। যেটি পশ্চিমবঙ্গের দীঘা উপকূলের কাছের সমুদ্রে একটি ভাসমান এলএনজি টার্মিনাল হিসাবে গড়ে তোলার কথা। এই টার্মিনাল থেকে বাংলাদেশের খুলনা অঞ্চলে গ্যাস সরবরাহ করে তা থেকে বিদ্যুত্ উত্পাদন কিংবা বাংলাদেশের জাতীয় গ্যাস গ্রিডে সেটিকে সংযুক্ত করার কথাও ভাবা হচ্ছে
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.