রাজধানীতে হরতালে যান চলাচল স্বাভাবিক

0

জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার হরতালের প্রথম দিন সকাল থেকে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সাধারণ মানুষের পদচারণা অন্য দিনের তুলনায় কিছুটা কম মনে হয়েছে। অধিকাংশ দোকানপাট সকালেই খুলেছে।

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের ফাঁসির দণ্ডাদেশ বহাল রাখার প্রতিবাদে দেশজুড়ে টানা দু’দিনের হরতালের ডাক দেয় জামায়াত।

তবে মঙ্গলবার (০৭ এপ্রিল) সকাল ৬টায় হরতাল শুরু হলেও সকাল থেকেই রাজধানী জুড়ে বিভিন্ন রুটে পর্যাপ্ত সংখ্যক যাত্রীবাহী পরিবহন চলাচল করতে দেখা গেছে। বিভিন্ন সিগনালে যানবাহনের জটলাও দেখা গেছে। গাবতলী বাস টার্মিনাল থেকে নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস।

সকাল থেকে রাজধানীর রামপুরা, মালিবাগ, মৌচাক, খিলগাঁও, শান্তিনগর, পুরানা পল্টন মোড়, মতিঝিল শাপলা চত্বর, সায়েদাবাদ জনপথ, যাত্রাবাড়ী মোড়, বাড্ডা, উত্তরা, বনানী, গাবতলী, ফার্মগেট, শাহবাগ, মহাখালী মোড়সহ বিভিন্ন স্থান ঘুরে এ চিত্র দেখা গেছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.