সাদার্ন ইউনিভাসিটিতে ৪তম বিজ্ঞাপন প্রতিযোগিতা অনুষ্ঠিত

0

চট্টগ্রাম অফিস  :     ‘টেকসই উন্নয়নের জন্য দুর্নীতি বন্ধ করুন’ এ প্রতিপাদ্য সামনে রেখে সম্প্রতি সাদার্ন ইউনিভার্সিটির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হলো চতুর্থ বিজ্ঞাপন তৈরির প্রতিযোগিতা। একাডেমিক কোর্স ও বিজ্ঞাপন উন্নয়ন প্রজেক্টের অংশ হিসেবে শিক্ষার্থীদের বিজ্ঞাপন তৈরিতে উদ্বুদ্ধ করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. ইসরাত জাহানের সভাপতিত্বে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. আ. ন.ম আব্দুল মোক্তাদীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশ’র হেড অব মার্কেটিং অ্যান্ড বিজিনেস ডেভেলপমেন্ট জনাব খালেদ হাসান বাবু। প্রতিাযোগিতায় বিচারক প্যানেলে ছিলেন বিক্রয় ডটকমের রিজিওনাল হেড ওয়াসান খাতিব। প্রতিযোগিতায় বিবিএ’র অ্যাডভেটাইজিং অ্যান্ড প্রমোশন ম্যানেজমেন্ট কোর্সের আটটি দল অংশগ্রহণ করেন। পরে প্রতিযোগিতায় বিজয়ী ও প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা। পুরো অনুষ্ঠানের পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী নাজমুল হুদা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.