বুরকিনা ফাসোয় বন্দুকধারীদের হামলা, নিহত ২০

0

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদোগোর একটি হোটেলে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১৫ ব্যক্তি । স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ হামলা চালানো হয়। আল-কায়েদা এ হামলার দায় স্বীকার করেছে।

স্প্লেনডিড নামের যে চার তারকা হোটেলটিতে জঙ্গিরা হামলা চালিয়েছে, তাতে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর কর্মকর্তারা অবস্থান করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেলটির বাইরে প্রথমে দুটি গাড়িবোমা হামলা চালানো হয়। এর পরই তিন-চারজন মুখোশধারী হামলাকারী গুলি ছুড়তে ছুড়তে হোটেলের ভেতরে প্রবেশ করে।

স্থানীয় একটি হাসপাতালের পরিচালক রবার্ট সাঙ্গারে জানান, হামলায় অন্তত ২০ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। হামলা শুরুর পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হোটেলটি ঘিরে ফেলে।

হামলাকারীরা হোটেলটিতে থাকা একাধিক ব্যক্তিকে জিম্মি করেছে । ফরাসি রাষ্ট্রদূত গিলস থিবাল্ট জানিয়েছেন, জিম্মিদের উদ্ধারে অভিযান চলছে। জঙ্গি হামলা পর্যবেক্ষণকারী একটি গ্রুপ জানিয়েছে, আল-কায়েদার পশ্চিম আফ্রিকা শাখা এ হামলার দায় স্বীকার করেছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.