জার্মানিতে সুইমিংপুলে পুরুষদের নিষেধাজ্ঞা

0

আন্তর্জাতিক ডেস্ক : নারীদের যৌন হয়রানি করার অভিযোগে জার্মানির একটি শহরে অভিবাসী পুরুষদের পাবলিক সুইমিংপুলে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।

শুক্রবার (১৫ জনুয়ারি) দেশটির বর্নহেইম শহরের একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, শহরটির একটি সুইমিংপুলে অভিবাসীদের দ্বারা যৌন হয়রানি চেষ্টার শিকার ৬ নারী সম্প্রতি একটি অভিযোগ করেছেন। এর ভিত্তিতে, এখানকার সব সুইমিংপুলে ১৮ বছরের বেশি বয়সের অভিবাসী পুরুষদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এর মাধ্যমে অভিবাসী পুরুষদের এই বার্তা দেওয়া হলো যে, জামার্নিতে নারী অধিকার অলঙ্ঘনীয়, যোগ করেন তিনি।

এ বিষয়ে আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যম দেশটির একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইংরেজি নববর্ষের আগের রাতে জার্মানির বিভিন্ন শহরে নারীদের ওপর যৌন নিপীড়নের কয়েকশ’ অভিযোগ পাওয়া গেছে। যার বেশির ভাগ ঘটনার সঙ্গে আরব ও উত্তর আফ্রিকান অভিবাসীরা জড়িত। এর ফলে অভিবাসী বিষয়ে দেশটিতে উত্তেজনা বাড়ছে।

২০১৫ সালে বিভিন্ন দেশ থেকে জার্মানিতে ১.১ মিলিয়ন মানুষ অভিবাসনের জন্য আবেদন করেছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.