চন্দনাইশে রেলওয়ের ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

0

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় রেলওয়ের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে।
বুধবার (২০ জানুয়ারী) সকাল ১০ টা থেকে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় বিভাগীয় ভূ-সমপত্তি কর্মকর্তা ইশরাত রেজার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে।

দুপুর পর্যন্ত মোট ৩০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানান ইশরাত রেজা।

পটিয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) গৌতম বাড়ৈ বলেন, উত্তর মুরাদাবাদ এলাকায় রেলওয়ের ৫০ শতাংশ জায়গার উপর গড়ে উঠা ৪০ টি অবৈধ দোকান উচ্ছেদ চলছে।

ছয়মাস আগে এসব অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছিলো বলে জানিয়েছেন তিনি।
ইশরাত রেজা বলেন, চন্দনাইশ কাঞ্চননগর স্টেশন এলাকায় উত্তর ও মধ্যম মুরাদাবাদে রেলওয়ের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।

তিরি আরো বলেন, আজকে দুইটি স্পটে রেলওয়ের পৌনে দুই কোটি টাকা মূল্যের মোট ৫০ শতাংশ জায়গার উপর গড়ে উঠা ৪০ টির বেশি সেমি পাকা ও কাচা ঘর উচ্ছেদ করা হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.