শাহজালালে ২৫ কেজি স্বর্ণ জব্দ

0

সিটিনিউজবিডি : হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ কেজি স্বর্ণ  জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

বৃহস্পতিবার রাত ১১টার পর মালয়েশিয়া থেকে আগত এমএইচ-১৯৬ ফ্লাইটের একটি সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণগুলো জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিমানবন্দর সূত্র জানায়, জব্দকৃত সোনাগুলোর কোনো মালিক পাওয়া যায়নি। সব আনুষ্ঠানিকতা শেষে এসব স্বর্ণ  বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে। সোনা চোরাচালানে মালয়েশীয় এয়াওয়েজের কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। জব্দকৃত স্বর্ণগুলোর আনুমানিক মূল্য ৯ কোটি ৬০ লাখ টাকা বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

অপরদিকে রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে দুই কেজি সোনা জব্দ করা হয়েছে। ফ্লাইটটি রাতে চট্টগ্রাম থেকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানের টয়লেট থেকে এসব সোনা জব্দ করা হয়।

রাতে এক সংবাদ সম্মেলনে শুল্ক গোয়েন্দা মহাপরিচালক মঈনুল ইসলাম জানান, গোয়েন্দাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.