বার্সা ভক্তদের সুখবর দিলেন নেইমার

0

খেলাধুলা: নিজের ভবিষ্যত নিয়ে বর্তমানে সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নেওয়ার অপেক্ষায় রয়েছেন নেইমার। তাকে পাওয়ার জন্য মুখিয়ে আছে বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ। ব্রাজিল অধিনায়ককে পেতে চাইছে ইংলিশ লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও। চাচ্ছে ম্যানচেস্টার সিটিও। তবে ক্লাব ছাড়ার সম্ভাবনা উড়িয়ে দিয়ে বর্তমানে বার্সাতেই সুখী আছেন বলে ভক্তদের আশ্বস্ত করেছেন ২৩ বছর বয়সী তারকা।

২০১৮ সাল পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ রয়েছে নেইমারের। কিন্তু কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর কথা মুখে বললেও ঠিক কবে নাগাদ তা কার্যকর হবে তা নিশ্চিত করেননি নেইমার। তা ছাড়া মোটা ট্রান্সফারে তাকে দলে পেতে রিয়াল আগ্রহ দেখানোয় নেইমারের দলবদল নিয়ে গুঞ্জনের ঝড় বইছে।

ক্লাব পরিবর্তন নিয়ে ভক্তদের উদ্দেশ্যে নেইমারের বক্তব্য, ‘চুক্তি নবায়ন ও অন্যান্য বিষয়ে সবাই অনেক বিতর্ক করছে। আমি বার্সেলোনায় বেশ সুখেই আছি। এখানে আমি প্রায় সবকিছুই পাচ্ছি। খেলার জন্য যা যা প্রয়োজন তার সবটাই রয়েছে। তাই এখান থেকে সরে যাওয়াটা কঠিনই হবে। কারণ, আমি একটি সেরা শহর ও সেরা ক্লাব পেয়েছি। কিছু খেলোয়াড় অন্য গ্রহের এবং আমার জন্য যা কঠিন। কিন্তু, আমাদেরকে সবকিছুই দেখতে হবে।’

নেইমার আর বলেন, ‘সব কিছু মিলিয়ে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেওয়াটা মোটেও সহজ নয়। আমাদের শান্ত থাকতে হবে। কারণ, বর্তমান চুক্তি অনুযায়ী আমি আরো কয়েক বছর এ ক্লাবে আছি। তাই বার্সা সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.