শরণার্থীদের ফেরত পাঠাবে জার্মানি

0

আন্তর্জাতিক : বিরোধীদের ব্যাপক সমালোচনার মুখে শরণার্থী ইস্যুতে ‘ উন্মুক্ত’ নীতি থেকে ইতিমধ্যে সরে এসেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। এবার সিরিয়া ও ইরাকের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে শরণার্থীদের তাদের দেশে ফেরত পাঠানোর ঘোষণা দিলেন তিনি। শনিবার মেকলেনবাগ-ওয়েস্টার্ন পমেরিনা রাজ্যে নিজের দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়নের (সিডিইউ) সঙ্গে বৈঠককালে মের্কেল এ ঘোষণা দেন।

সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, জার্মানির প্রায় অর্ধেক জনগণই এখন মের্কেল শরণার্থী নীতির বিরুদ্ধে অবস্থান ব্যক্ত করেছে। বাভারিয়া রাজ্যে সিডিইউর সহযোগী সংগঠন ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের নেতা হরস্ট সিহুফার এর আগে জানিয়েছিলেন, শরণার্থীদের ঢল সরকার না রুখলে তিনি আদলতের দ্বারস্থ হবেন।

মের্কেল বলেন, আমাদের লোকজনকে বলতে হবে যে, এটা সাময়িক আবাসিক মর্যাদা এবং আমরা আশা করি সিরিয়ায় শান্তি ফিরে আসলে, ইরাকে আইএসকে পরাজিত করা হলে, আপনারা এখানে যে জ্ঞান অর্জন করেছেন তা নিয়ে দেশে ফিরে যাবেন।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.