ইজিয়ান সাগরে নৌকা ডুবে ৪০ শরণার্থীর মৃত্যু

0

আন্তর্জাতিক : ইজিয়ান সাগর পাড়ি দিয়ে তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার সময় নৌকা ডুবে ৪০ শরণার্থীর মৃত্যু হয়েছে। তুরস্কের অবকাশযাপন কেন্দ্র আয়ভাসিকের কাছে শনিবার ওই নৌযানটি ডুবে যায়।

মাত্র এক দিন আগে শুক্রবার গ্রিসের সামোস দ্বীপ উপকূলে নৌকা ডুবে মারা গিয়েছিল ২৬ শরণার্থী।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দোগান জানিয়েছে, অবকাশযাপন কেন্দ্র আয়ভাসিকের কাছে ১২০ জন শরণার্থীকে নিয়ে নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করেন তুর্কি উপকূলরক্ষীরা। ইতিমধ্যে ৭৫ জনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনায় ১০ শিশুসহ ৪০ জন মারা গেছে। এদের মধ্যে চার শিশুর বয়স এক থেকে দুই বছর। কর্মকর্তাদের আশঙ্কা, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

গত বছর ১০ লাখেরও বেশি শরণার্থী যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, ইরাক, আফগানিস্তান ও উত্তর আফ্রিকার কয়েকটি দেশ থেকে ইউরোপে এসেছে। এদের মধ্যে যাত্রাপথে ৩৬০০ জন মারা গেছে অথবা নিখোঁজ রয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.