সিরিজ জয়ের হাতছানি টাইগারদের

0
আজ পাকিস্তানকে দ্বিতীয় ওয়ানডেতে হারাতে পারলেই সিরিজ জিতবে বাংলাদেশ। প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে জয়লাভ করে দারৃণ ফর্মে আছে টাইগাররা।এদিক থেকে ইনজুরি আক্রান্ত পাকিস্তান দল কিছুটা হলেও পিছিয়ে আছে। দারুণ উজ্জীবিত বাংলাদেশ মাশরাফির নেতৃত্বে বেলা আড়াইটায় মাঠে নামবে।

প্রথম খেলায় বিশাল ব্যবধানে পরাজিত করে ১৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে জয় টাইগারদের মনোবল অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। দুটি সেঞ্চুরি আর ৭৯ রানের বিশাল জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। তাই মিরপুরে নিজের মাঠে সমর্থনের দিক থেকেও টারগাররা থাকবে এগিয়ে। আজকের ম্যাচ জিতলে শুধু সিরিজ জয়ই নয়, পাকিস্তানকে বাংলাওয়াশ করার সুযোগ পাবে টাইগাররা।

টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর একমাত্র পাকিস্তানকেই হারানো বাকি ছিল বাংলাদেশের। শুক্রবার টাইগারদের সে লক্ষ্য পূরণ হয়েছে। এবার প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। আজ সে লক্ষ্যেই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে সাকিব-তামিম-মুশফিকরা।

প্রথম অনুপস্থিত থাকলেও আজকের ম্যাচে মাঠে ফিরছেন বাংলাদেশের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন মাশরাফি। তাই পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে মাশরাফির বদলে দলকে নেতৃত্ব দিয়েছেন ডেপুটি সাকিব। এক ম্যাচে অধিনায়কত্বের সুযোগ পেয়েই ইতিহাসের অংশ হয়ে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

অপরদিকে প্রস্তুতি ম্যাচ এবং প্রথম ওয়ানডে হেরে এখন অনেকটাই ‘ব্যাকফুটে’  পাকিস্তান। দ্বিতীয় ওয়ানডেতে দুটি পরিবর্তন আনছে সফরকারীরা। এরমধ্যে বোলার ওমরগুলকে আজ দলে অন্তর্ভুক্ত করেছে তারা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.