বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি এখন আলফাবেট

0

আন্তর্জাতিক : বিশ্বের মূল্যবান কোম্পানির তালিকায় ১ নম্বরে থাকা অ্যাপলকে সরিয়ে নিজের অবস্থান করে নিয়েছে গুগলের একটি অংশ আলফাবেট ।

বিবিসি জানায়, কোম্পনি চতুর্থ ত্রৈমাসিকে ৪.৯ বিলিয়ন মার্কিন ডলার মুনাফা করেছে যা গত বছরে ৪.৭ বিলিয়ন ছিল। আলফাবেটের মোট সম্পত্তির পরিমাণ এখন ৫৬৮ বিলিয়ন মার্কিন ডলার আর অ্যাপলের যেখানে বর্তমানে ৫৩৫ বিলিয়ন মার্কিন ডলার।

ঘোষণার সাথে সাথেই বাজারে তার শেয়ার মূল্য ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এবারই প্রথমবার আলফাবেট গুগল থেকে আলাদাভাবে হিসাব প্রকাশ করলো। সার্চ ইঞ্জিন ও ইউটিওবও একই কাজ করেছে এবার। কোম্পানির সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে বিজ্ঞাপন ব্যবসাকে। প্রযুক্তির পরিবর্তনের ধারার উন্নয়নকে আলফাবেটের এক নম্বর হওয়ার কারণ হিসেবে বিবেচনা করছেন অনেকে।

এর আগে ২০১০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে অ্যাপল এক নম্বরের কোম্পানি হয়েছিল। তখন কোম্পানিকে আরেকটি প্রযু্ক্তি জায়ান্ট মাইক্রোসফটকে টপকাতে হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.