স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

0

সিটিনিউজবিডি : বাংলাদেশে সন্ত্রাসবাদ, মানি লন্ডারিংসহ অন্যান্য আন্তদেশীয় অপরাধ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

তিনি আজ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ আশ্বাসের কথা জানান।

বেলা ১১টায় শুরু হওয়া এ বৈঠক চলে দুপুর ১টা পর্যন্ত। তিনি বলেন, বাংলাদেশ জঙ্গি দমনে কাজ করে যাচ্ছে। জঙ্গি দমনে বাংলাদেশ যে কাজ করে যাচ্ছে, তাতে যুক্তরাষ্ট্র তাদের সহায়তা অব্যাহত রাখবে। বিশ্বব্যাপী এখনো জঙ্গি হুমকি অব্যাহত রয়েছে উল্লেখ করে বার্নিকাট বলেন, বাংলাদেশ জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করে অনেকদূর অগ্রসর হয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে। এ সময় পুলিশ একাডেমিতে বাংলাদেশ পুলিশ প্রশাসনকে দেওয়া মার্কিন সহযোগিতাও অব্যাহত রাখার কথাও জানান এই রাষ্ট্রদূত।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.